হোজ পাইপ কাকে বলে - গ্যাস ওয়েল্ডিং সরঞ্জাম এর নাম - হোজ পাইপ Hose Pipe

 হোজ পাইপ কাকে বলে - গ্যাস ওয়েল্ডিং সরঞ্জাম এর নাম - হোজ পাইপ Hose Pipe
হোজ পাইপ কাকে বলে - গ্যাস ওয়েল্ডিং সরঞ্জাম এর নাম - হোজ পাইপ Hose Pipe

হোজ পাইপ কাকে বলে - গ্যাস ওয়েল্ডিং সরঞ্জাম এর নাম - হোজ পাইপ Hose Pipe

হোজ পাইপ সনাক্ত ও সংযোজন

হোজ পাইপ: গ্যাস ওয়েন্ডিং কালে লিপিতার হতে ওয়েন্ডিং টর্চ পর্যন্ত গ্যাস সরবরাহ করার জন্য রাবার জাতীয় পদার্থের তৈরী নমনীয় যে পাইপ ব্যবহার করা হয় তাকে হোল পাইপ বলে ।

হোজ পাইপ সনাক্তকরণ:

ওয়েন্ডিং কালে গ্যাস সরবরাহের জন্য যে সকল হোজ পাইপ ব্যবহার হয় তা বিভিন্ন রঙের হয়ে থাকে। সাধারণ অক্সিজেন সরবরাহের জন্য সিলিন্ডারের সাথে নীল বা কালো রঙের এবং এসিটিলিন বা দাহ্য গ্যাস সরবরাহের জন্য লাল রঙের হোজ পাইপ ব্যবহার করা হয়।

হোজ পাইপ সংযোজন:

গ্যাস সরবরাহের জন্য হোজ পাইপ সমূহকে সিলিন্ডার ও ওয়েল্ডিং উর্চ এর সাথে টাইট ফিট ভাবে সংযুক্ত করতে এর সাধারণত হোজা ক্লাম্প ধারা এই সংযোজনের কাজটি করা হয়। হোজ ক্লাম্প এর স্কুটি স্থানদিকে ঘুরালে ক্লাশ টাইট হয় এবং বামদিকে ঘুরালে লুজ হয়। এছাড়া হোল পাইপ সংযোজন কাজে মেইল কিমেইল পাইপ কাপলিং মডাস্টার অথবা কানেকটিং নিপল ব্যবহার করা যেতে পারে।

কাটিং টর্চের বিভিন্ন অংশের পরিচিতি একটি কাটিং টর্চ-এর বিভিন্ন অংশের বিবরণ দেয়া হলো
ক) বডি
খ) এসিটিলিন ভাষ
গ) অক্সিজেন তাৰ
ঘ) অক্সিজেন পিতার
ঙ) হেড
চ) গ্যাস মিক্সিং চেম্বার

ওয়েল্ডিং টর্চ এর বিভিন্ন অংশ (Welding Torch)

ওয়েল্ডিং টর্চ দুটি নলের সমন্বয়ে তৈরী, যা একটি নল দিয়ে অক্সিজেন (সহায়ক গ্যাস) ও অপর নল দিয়ে এসিটিলিন (দাহ্য গ্যাস) মিক্সিং চেম্বারে প্রবেশ করে। নজেলে প্রবেশের মুখে দুটি ভাব থাকে যা দিয়ে গ্যাস প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
Moong tube
Mixing part
Injector part
Oxygen valve
Oxygen RV, right
Injector
Fixing nut
Fuel gas valve
Fuel gas Ry, left
Weld tip
Welding part

ফ্ল্যাশব্যাক এরেস্টর কি ও এর প্রয়োজনীয়তা

ফ্ল্যাশব্যাক এরেস্টর: অক্সি-এসিটিলিন শিখা টর্চ থেকে যদি হোজ পাইপ হয়ে সিলিন্ডারে প্রবেশ করতে চাওয়ার ঘটনাকে ফ্ল্যাশব্যাক বলে। আর এই ফ্ল্যাশব্যাক কে থামিয়ে দেয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম ফ্ল্যাশব্যাক এরেস্টর।

প্রয়োজনীয়তা:
গ্যাস ওয়েন্ডিং এর সময় শিখার অন্তর্মুখী প্রক্ষলন বা ফ্ল্যাশব্যাক অত্যান্ত বিপদজনক হতে পারে, এরফলে সিলিন্ডারের বিস্ফোরণ পর্যন্ত হতে পারে। তাই ওয়ার্কশপ, মালামাল ও কর্মিদের ফ্ল্যাশব্যাক হতে সৃষ্ট ক্ষয় ক্ষতির হাত থেকে বাঁচাতে ফ্ল্যাশব্যাক এরেস্টর এর বিকল্প নেই।

হোজ পাইপ কাকে বলে - গ্যাস ওয়েল্ডিং সরঞ্জাম এর নাম - হোজ পাইপ Hose Pipe

ফ্ল্যাশব্যাক এরেস্টর এর সংযোজন পদ্ধতি

ফ্ল্যাশ ব্যাক গ্যাস ওয়েল্ডিং করার সময় উর্দু টিপে মরালা যা গলিত ধাতু লেগে গিয়ে টর্চের মুখ সংকীর্ণ হতে গেলে কিংবা প্রয়োজনীয় চাপের চাইতে নিম্ন চাপে প্যাস যারা ওয়েল্ডিং করলে গ্যাস শিখার অন্তর্মুখী প্রজ্জ্বলন সৃষ্টি হয় একে ব্যাক ফায়ার খলে। ব্যাঙ্ক ফায়ার যখন স্থায়ীফল নিয়ে হঠাৎ উপরের দিকে উঠে যায় এবং হোজ পাইস হয়ে রেডনেটর এবং সিলিন্ডার পর্যন্ত পৌঁছে যায় তখন এই ঘটনাকে ফ্ল্যাশব্যাক বলে।
ফ্ল্যাশব্যাক এরেস্টার গ্যাস ওয়েন্ডিং এর সময় ফ্ল্যাশব্যাকের কারণে ওয়েন্ডিং টর্চ, হোজ পাইপ, রেগুলেটর পুড়ে যেতে বা কার্যকারিতা হারাতে পারে এবং কি সিলিন্ডারে বিস্ফোরণ পর্যন্ত ঘটাতে পারে। ফ্ল্যাশব্যাকের কারণে সৃষ্ট ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে ফ্ল্যাশব্যাক এরেস্টার ৰলে।

পি এর সমান পদ্ধতি:

ফ্ল্যাশ ব্যাকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্ল্যাশ ব্যাক এরেস্টার ব্যবহার করা হয়। সাধারণত ফ্ল্যাশব্যাক এরেস্টার চিত্রের ন্যায় রেগুলেটরে ঠিক আগে জে পাইপের সংযোগ স্থলে লাগানো হয়। তবে কখনো কখনো এটিকে ওয়েন্ডিং টর্চ এর ঠিক পরের হোতা পাইপের সংযোগ স্থলেও লাগানো হয়। সাধারণত গ্যাস ওয়েন্ডিং সেটের সাথে ফ্ল্যাশব্যাক এরেস্টার গুলি গ্রেডমুক্ত মেইল ফিমেইল পাইপ কাপলিং এডাপ্টার এর সাহায্যে লাগানো হয়। ফ্ল্যাশ ব্যাক এরেস্টার এর এক প্রান্তে গ্রেড বুক্ত মেইল এডাপ্টার অন্যপ্রান্তে ফিমেইল এডাল্টার সংযুক্ত থাকে। এই এডাপ্টারের গুলির সাহায্যে অতি সহজেই স্ল্যাশব্যাক এরস্টারকে সংযোজন করা যায়।

সিলিন্ডার ও সরগ্রাম সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ

গ্যাস সিলিন্ডার সংরক্ষণ পদ্ধতি
গ্যাস সিলিন্ডার সমূহ গ্যাস সরবরাহ কাজের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ সরান। গ্যাস সিলিন্ডারের সংরক্ষণ পদ্ধতি এটির আনুষ্কাল বৃদ্ধিসহ নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করে। নিম্নে গ্যাস সিলিন্ডারে সংরক্ষণ পদ্ধতি আলোচনা করা হলো।
১) সিলিন্ডার সমূহ গুলাবালি মুক্ত খোলামেলা স্থানে, খাড়া অবস্থায় কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
২) সিলিন্ডার তেল বা বিল যুক্ত স্থানে সংরক্ষণ করা যাবে না।
৩) সিলিন্ডার অনি দাহ্য পদার্থ হতে কমপক্ষে ২০ ফুট দূরে শুষ্ক খোলামেলা স্থানে সংরক্ষণ করতে হবে।
৪) অক্সিজেন সিলিন্ডার গুলিকে জ্বালানী গ্যাস সিলিন্ডার হতে কমপক্ষে ২০ ফুট দূরে সংরক্ষন করতে হবে।
৫) সকল ভাব বন্ধ করে সেফটি ডিভাইস কাজ করছে কিনা নিশ্চিত হয়ে সংরক্ষণ করতে হবে।
৬) সংরক্ষিত সিলিন্ডার তালাবদ্ধ করে রাখা ঠিক নয়। ভিন্ন জ্বালানী গ্যাস সিলিন্ডার সমূহ আলাদা সংরক্ষণ বা স্টোরেজ করতে হবে।
৭) গ্যাস সিলিন্ডার সংরক্ষিত স্থান-এ সর্তকতা সংকেত লাগিয়ে দিতে হবে ।
৮) যানবাহনের অতিরিক্ত চাপ যুক্ত স্থান, উষ্ণ স্থান ও বৈদ্যুতিক সার্কিট ব্রেকার হতে দূরে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করতে হবে।
৯) খানি সিলিন্ডার গুলিকে গ্যাস পূর্ণ সিলিন্ডার হতে আলাদা সংরক্ষণ করতে হবে।
১০) গ্যাস সিলিন্ডার সংরক্ষণ হলে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে।
১১) সর্বপরি এই সম্পর্কিত এ.ডব্লিউ.এস (AWS) এর গাইড লাইন অনুসরন করতে হবে।

প্রেসার রেগুলেটর সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ

গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে প্রেসার রেগুলেটর অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করা হলো।

নিম্নে প্রেসার রেগুলেটরের
১) ওয়ার্কিং প্রেসার কখনো সিলিন্ডার সর্বোচ্চ প্রেসারের বেশি বা সমান বা কাছাকাছিও হওয়া উচিত নয়।
২) সিলিন্ডার প্রেসারের সাথে সামজস্য রেখে রেগুলেটর নির্বাচন করা উচিত।
৩) প্রত্যেকবার ব্যবহারের পুর্বে রেগুলেটরের ভাগ সমূহের ও প্রেসার পেজ ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
৪) রেগুলেটরে প্যাস-প্রো লাইন/সিবল দেখে রেগুলেটর সংযোজন করতে হবে।
৫) অতিরিক্ত টাইট দিয়ে বা চাপ দিয়ে রেগুলেটর সংযোজন করা যাবে না।
৬) রেগুলেটরের প্রেসার হঠাৎ করে বৃদ্ধি করা যাবে না, আস্তে আস্তে প্রেসার বৃদ্ধি করতে হবে।
৭) রেখালের গুলি সময় সময় পরীক্ষা করে দেখতে হবে, প্রয়োজনে রক্ষণাবেক্ষণ করতে হবে।
(৮) কাজ শেষে চাপ মুক্ত করে রাখতে হবে।
৯) রেগুলেটরে সংস্পর্শে তৈল, গ্রীজ, ময়লা যাতে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
১০) রেগুলেটর গুলি স্টোরেজ এর সময় প্যাকেটজাত করে শুষ্ক স্থানে সমাক্ষণ করতে হবে।

হোজ পাইপ কাকে বলে - গ্যাস ওয়েল্ডিং সরঞ্জাম এর নাম - হোজ পাইপ Hose Pipe

হোজ পাইপ (Hose Pipe) রক্ষণাবেক্ষণ পদ্ধতি

রেগুলেটর হতে ওয়েন্ডিং টর্চ পর্যন্ত গ্যাসকে পরিবহনের কাজটি এক জোড়া হোজ পাইপের মাধ্যমে করা হয়, পাইপের উত্তর প্রান্তে কানেকটিং নিশন থাকে ওয়েন্ডিং টর্চ এবং রেগুলেটরে সংযোগ করার জন্য। অক্সিজেন হোজ পাইপ নীল এবং এসিটিলিন হোজ পাইপ লাল রংয়ের হয়ে থাকে। এটি সাধারণত রাবারের তৈরী।

†nvRপাইপ (Hose pipe) iyYv‡eyy পদ্ধতি
১. হোজ পাইপ গুলি সিলিন্ডারের সাথে টাইট ফিট ভাবে সংযুক্ত করতে হবে।
২. হোজ পাইপ ৭০ডিগ্রী সে: তাপমাত্রার উপরে ব্যবহার করা উচিত নয়।
৩. হোজ পাইপ কখনো সূর্যের আলো পড়ে এমন স্থানে স্টোর করা উচিত নয়।
৪. হোজ পাই এলোমলো ভাবে মুচড়িয়ে ব্যবহার করা বা স্টোর করা যাবে না। এটিকে কয়েলের মত পেঁচিয়ে সংরক্ষণ করতে হবে।
৫. হোজ পাইপ ব্যবহার কালে কোন বস্তু এটির উপর রাখা যাবে না।
৬. হোজ পাইপ ব্যবহার কালে সিলিন্ডারের সাথে টান টান করে লাগানো উচিত নয়।
৭. হোজ পাইপসমূহ উন্মুক্ত স্থানে অধিক দূরত্বে ব্যবহার করা উচিৎ নয়, করলে এদের উপর সানলাইট প্রোটেকটিভ কাভার ব্যবহার করা উচিত।
৮. হোজ পাইপের সাথে তৈলাক্ত বা দাহ্য পদার্থ কোনভাবে লাগা উচিত নয়।
৯. হোজ সমূহ পোকামাকড় মুক্ত শুষ্ক স্থানে প্যাকেটজাত করে কক্ষ তাপমাত্রায় স্টোর করা উচিত।
১০. হোজ পাইপ কখনো গ্যাস ফ্রেম এর সংস্পর্শে আসা উচিত নয়।

গ্যাস ওয়েল্ডিং এর যাবতীয় সরঞ্জাম msiyY ও iyYv‡eyY পদ্ধতি
গ্যাস ওয়েল্ডিং এর সময় সকল সরঞ্জাম গুলি ব্যবহার হয়, তাদের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি বর্ণনা করা হল।
১. গ্যাস ওয়েন্ডিং সরঞ্জামাদিতে তেল, মরিল, ব্রীজ বা অন্য কোন দাহ্য পদার্থ লেগে থাকলে ভাল ভাবে পরিস্কার করে নিতে হবে।
২. গ্যাস সিলিন্ডার ও সরঞ্জামাদি দাহ্য পদার্থের কাছাকাছি উত্তপ্ত স্থানে সংরক্ষণ করা যাবেনা।
৩. গ্যাস রেগুলেটর ব্যবহারের পূর্বে এটি কাজ করছে কিনা দেখে নিতে হবে।
৪. সিলিন্ডার ও রেগুলেটর সমূহ নির্দিষ্ট সময় পরপর প্রেসার টেষ্ট করে নিতে হবে।
৫. সরঞ্জামাদি শুষ্ক স্থানে আলো বাতাস চলাচল করতে পারে এমন স্থানে প্যাকেটজাত করে স্টোরেজ করতে হবে।
৬. গ্যাস সিলিন্ডার সমূহ সবসময় খাড়া অবস্থায় ব্যবহার ও স্টোরেজ করতে হবে।
৭. সরঞ্জামাদি সংযোগ স্থলে সবসময় টাইট ফিট করে সংযোগ করতে হবে এবং সংযোগ শেষে নিকটেস্ট সলিউশন দ্বারা লেকেজ টেস্ট করে নিতে হবে।
৮. সরঞ্জামাদি অগ্নি শিখা, স্পার্ক এবং উত্তপ্ত ধাতু হতে রক্ষা করতে হবে।
৯. ত্রুটি বা লিকেজ আছে এমন সরঞ্জামাদি ব্যবহার করা যাবে না।
১০. সরঞ্জামাদি চাপ মুক্ত করে সংরক্ষণ করতে হবে।
১১. সরঞ্জামাদির ব্যবহার স্থলে অবশ্যই অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে।

কাজের ধারা

১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো।
২. তালিকা অনুসারে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো।
৩. অক্সিজেন সিলিন্ডারের রং ও ডান হাতি প্যাচ দেখে এটি চিনে নাও।
৪. এসিটিলিন সিলিন্ডারের রং ও বাম হাতি প্যাঁচ দেখে এটি চিনে নাও।
৫. সিলিন্ডার চাবি এর সাহায্যে অক্সিজেন সিলিন্ডার ও এসিটিলিন সিলিন্ডারের গ্যাস ছাড়া ও বন্ধ করা অনুশীলন করে নাও।
৬. অক্সিজেন সিলিন্ডার ও এসিটিলিন সিলিন্ডারের সাথে হোজ পাইপ লাগানো শিখে নাও।
৭. অক্সিজেন সিলিন্ডারের রেগুলেটর অক্সিজেন সিলিন্ডারে সংযোগ করা অনুশীলন করো।
৮. এসিটিলিন সিলিন্ডারের রেগুলেটর এসিটিলিন সিলিন্ডারে সংযোগ করা অনুশীলন করো।
৯. সেফটি ভাল্ব চিহ্নিত করো।
১০. ফ্ল্যাশব্যাক এরেস্টর চিহ্নিত করো।
১১. প্রেসার গেজ হতে প্রেসার পরিমাপ করা শিখ।
১২. হোজ পাইপের সাথে ওয়েল্ডিং টর্চ এর সংযোজন করা শিখে নাও।
১৩. সব গুলি অনুশীলন শেষ হলে সব সরঞ্জামাদি স্টোরে জমা দিয়ে দাও।

কাজের সতর্কতা

১। সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা আবশ্যক।
২। সঠিক নিয়মে সকল সরঞ্জামাদি সংযোজন ও বিয়োজন করা আবশ্যক।
৩। দাহ্য গ্যাস এর ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url